বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

জাফরুল্লাহ চৌধুরীর শঙ্কামুক্ত নন, অক্সিজেন সাপোর্ট চলছে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২১৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   কোভিড-১৯ আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। অর্থাৎ তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। এখনও অক্সিজেন সাপোর্ট চলছে।

শনিবার থেকে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানানো হয়েছিল। রোববার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ জানান, স্যার আগের মতোই আছেন।

ফরহাদ বলেন, এখনও ডা. জাফরুল্লাহর অক্সিজেন সাপোর্ট চলছে। প্রয়োজনে দুই-চারটা কথা বলছেন। সকালে নিজেই নাস্তা করেছেন।

এর আগে শনিবার রাত ১০টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও উনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। তাকে শুক্রবার রাতে ডায়ালাইসিস দেয়া হয়েছে এবং প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। আজ আবারও ডায়ালাইসিস দেয়া হয়েছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন থেরাপি লাগছে।’

বৃহস্পতিবার রাতে জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয় বলে গত শুক্রবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে জানানো হয়। তার শ্বাসকষ্ট বেড়েছিল।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তে র্যা পিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করিয়ে গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পরে বিএসএমএমইউর পরীক্ষায় জাফরুল্লাহর করোনা পজিটিভ ধরা পড়ে। ৭৯ বছর বয়স্ক এই মুক্তিযোদ্ধা ২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রী এবং ছেলেও করোনাভাইরাসে সংক্রমিত।

সুত্রঃ যুগান্তর

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ