রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

জাপানে ভারী বর্ষণ-বন্যায় নিহত ১০০

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৪০৭ বার

অনলাইন ডেস্ক::
জাপানের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। সোমবার দেশটির সরকারের একজন মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন।
বন্যা কবলিত এলাকার অনেক মানুষ বাসার ছাদে ও উঁচু স্থানে ঠাঁই নিয়েছেন। দুর্গত ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে।
বিবিসির খবরে বলা হয়, গত সপ্তাহে জাপানের ওই এলাকাগুলোতে ভারী বর্ষণ শুরু হয়েছে। এরই মধ্যে ভারী বর্ষণের রেকর্ড হয়েছে। এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অনেক ভবন ধসে পড়েছে। কোনো কোনো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে মানুষজনকে উদ্ধারে পুলিশ, সেনা সদস্যসহ ১০ হাজার উদ্ধারকারী কাজ করে যাচ্ছেন। এ ছাড়া বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রায় ২০ লাখ মানুষকে নদীর তীরবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

বন্যা কবলিত কোমানো শহরের বাসিন্দা কুয়াকু কিহারা (৩৮) বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাঁর বোনসহ পরিবারের কয়েকজন সদস্য নিখোঁজ রয়েছেন। ভূমিধসে তাঁর বাড়ি বিধ্বস্ত হয়েছে। সিএনএন জানিয়েছে, বন্যার প্রভাবে কয়েক হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। প্রায় ১৭ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অনেক স্থানে, বন্ধ হয়ে গেছে রেলপথ ও মহাসড়ক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ