স্টাফ রিপোর্টার::
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জেও জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, ঋণের চেক ও ক্রেস্ট সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
আলোচনা সভার পর যুবদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।