সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেলেন তুষার ইমরান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ২৫৫ বার

স্পোর্টস ডেস্ক::
তাকে দেশের ঘরোয়া ক্রিকেটে রাজাধিরাজ, সম্রাট বা অবিসংবাদিত কিংবদন্তি বললেও খুব একটা ভুল হবে না, জাতীয় লিগ, বিসিএল বা ডিপিএল সবখানে রানের বন্যা বসিয়ে দেন ডানহাতি ব্যাটসম্যান তুষার ইমরান। সে ধারাবাহিকতায় জাতীয় ক্রিকেট লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন খুলনার এ ব্যাটসম্যান।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে স্বাগতিক রাজশাহীর বিপক্ষে এবারের আসরের প্রথম শতরানের ইনিংসটি আসে তুষারের ব্যাট থেকে। টসে জিতে ব্যাট করতে নামা খুলনার ইনিংসকে ভদ্রস্থ করার একক কৃতিত্বটাও ৩৪ বছর বয়সী এ ব্যাটসম্যানের।
রাজশাহীর পেসার শফিউল ইসলাম ও ফরহাদ রেজাদের বোলিং তোপে মাত্র ৫৫ রানেই সাজঘরে ফিরে যায় খুলনার পাঁচ ব্যাটসম্যান। প্রথমে সৌম্য সরকার ও পরে নাহিদুল ইসলামের সাথে জুটি গড়েন তুষার।
সৌম্যের সাথে ৪৯ রানের ষষ্ঠ উইকেট জুটিতে বাঁহাতি তরুণের অবদান মাত্র ১৩ রান, নাহিদুলের সাথে ৮৮ রানের অষ্টম উইকেট জুটিতে বাঁহাতি স্পিনার করেন মাত্র ২৬ রান।
পুরো ইনিংস জুড়েই তুষার আধিপত্য বিস্তার করে খেলেন রাজশাহীর বোলারদের বিপক্ষে। পঞ্চাশতম ওভারে আউট হন দেলওয়ার হোসেনের বোলিংয়ে জহুরুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে।
আউট হওয়ার আগে মাত্র ১৪৪ বলের ইনিংসে ক্যারিয়ারের ২৯তম প্রথম শ্রেণীর শতকে করেন ১০৪ রান। ১৪টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান তুষার। তিনি সেঞ্চুরি হাঁকালেও খুলনার ইনিংস খুব বেশি বড় হয়নি।
শফিউল ইসলাম ৫টি, দেলওয়ার হোসেন ও সানজামুল ইসলাম ২টি করে এবং ফরহাদ রেজা একটি উইকেট নিলে মাত্র ২১০ রানেই অলআউট হয়ে যায় খুলনা। নিজেদের ইনিংসে ব্যাট করছে রাজশাহী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ