স্টাফ রিপোর্টার:: দেশ থেকে কৃমি স্ব-মূলে নির্মূল কল্পে দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এপ্রিল ২০১৯ এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬-১১ এপ্রিল জাতীয় কৃমি সপ্তাহের উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী,রজত ভূষন রায়,নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শহীদুল্লাহ,সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মাসুক আহমদ, অত্র বিদ্যালয়ের ভাবক সদস্য অনিল দাশ,সহকারী শিক্ষক ইলা রানী রায়,জেসমিন বেগম সহ প্রমুখ।
উল্লেখ্য, এই কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ক্রমান্বয়ে উপজেলার ৫০ হাজার ৪ শত ৭৬ জন শিশুকে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানো হবে।