নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল অনুচন্দ গ্রামে জিলকা বিলের খাস জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে শফু মিয়া (৪৬) নামে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলো- আবন জিম্মাদার (৫৮), পিতা-মৃত সিদ্দিক জিম্মাদার, সাং-অনুচন্দ, অকিল সরকার (২৮), পিতা-বানু সরকার, সাং-সোনাতনপুর, উভয় থানা-জগন্নাথপুর, আঃ সামাদ চৌধুরী (৫৮), পিতা-মৃত আইন উদ্দিন চৌধুরী, সাং-নগদিপুর, থানা-দিরাই, সর্ব জেলা-সুনামগঞ্জ, কিবরিয়া (২০) পিতা-মঞ্জু মিয়া, সাং-বারইউড়া, থানা-মদন, জেলা-নেত্রকোনা। শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নিহত সফু মিয়া উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের বাসিন্দা। সংঘর্ষে গুলিবিদ্ধ আহত ৫ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের উলুচন্দ (মন্ডলিভোগ) গ্রামের রাজা মিয়া জিম্মাদার ও একই গোষ্ঠীর যুক্তরাজ্যপ্রবাসী জাবিদ আহমদ জিম্মাদারের মধ্যে গ্রামের হাওরের একটি জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে অস্ত্রসহ আটক করেছে। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সংঘর্ষে জড়িতরা একই বংশের। হাওরের জমি নিয়ে তাদের মধ্যে বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।