মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

জনতার ভালোবাসার উপহার হিসেবে শান্তিগঞ্জে হচ্ছে প্রধানমন্ত্রী ও পরিকল্পমন্ত্রীর ম্যুরাল

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৮১ বার
স্টাফ রিপোর্টার:: 
সুনামগঞ্জে টেক্সটাইল ইন্সটিটিউট, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও বহুল প্রত্যাশিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে বুধবার সকাল ১১ টায় ছাত্র জনতার এক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে এই সমাবেশে ছুটে আসেন হাজার হাজার  মানুষ। সমাবেশে ছাত্র জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয় পুরো শান্তিগঞ্জ।
সুনামগঞ্জের ইতিহাসে এত মানুষের উপস্থিতি এর আগে দেখেনি কেউ। সমাবেশে মোবাইল কলের মাধ্যমে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। তিনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং উন্নয়নের বিরোধিতা না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি। ছাত্র জনতার এই সমাবেশ থেকে উপস্থিত হাজার হাজার জনতা তাদের ভালোবাসার খুদ্র প্রয়াস হিসেবে শান্তিগঞ্জ বাজারের চত্বরকে তাদের প্রিয় নেতা, হাওরাঞ্চলের উন্নয়নের রুপকার, মাটি ও মানুষের নেতা হাওররত্ন আলহাজ্ব এম এ মান্নান চত্বর হিসেবে ঘোষণা দেন। শুধু চত্বরের নাম ঘোষনাই নয় গুরুত্বপূর্ণ চত্বরে অতি শীঘ্রই  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ম্যুরাল স্থাপণ করা হবে বলেও ঘোষণা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ