রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে বাইক আরোহী দুই বন্ধুর মৃত্যু,আইসিইউতে আরেকজন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী মৃত্যু হয়েছে। অপর আরেক বন্ধু সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে।

গত বুধবার রাত ৮টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চিলক মহাসড়কের দাড়াখাই সেতু এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঘাগলাজুর গ্রামের আনা মিয়ার ছেলে নাহিদুল হক (১৮) ও একই উপজেলার সিংচাপাইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের আবাব মিয়ার ছেলে মোস্তাক আহমদ রাবিন (১৭)।
নিহত দুই জন ভাতগাঁও আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
গুরুতর আহত হলেন, ঘাগলাজুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে মকছুদ মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৮ টার দিকে ওই তিন বন্ধুর মোটরসাইকেল যোগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় দাড়াখাই সেতু এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে অসাবধানতা বশত ধাক্কা লেগে ওই তিন বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দ্বায়িত্বে থাকা কর্মরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনের মধ্যে নাহিদুল ও রাবিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁরা মারা যান। গুরুত্বর অবস্থায় মকছুদকে সিলেটে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্রঃ জগন্নাথপুর২৪ ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ