রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

জগন্নাথপুর করোনা ভাইরাস উপসর্গ রোগীকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যু!

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২০১ বার

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে করোনা ভাইরাস (উপসর্গ) রোগীকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়েছে।

জগন্নাথপুরে করোনা ভাইরাসে অাক্রান্ত এক যুবকের মৃত্যুর খবর মুহুর্তে মুৃখে মুখে ছড়িয়ে পড়ে উপজেলাজুড়ে। শুরু হয় মানুষের মধ্যে এক অজানা অাতংক। সত্য মিথ্যা জানতে দেশ বিদেশ থেকে অসংখ্য ফোন অাসে জগন্নাথপুর পত্রিকার অফিসের নাম্বারে।

জানাগেছে, জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে থেকে আজ বুধবার (২২ এপ্রিল) সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার পথে উপজেলার পাইলগাও ইউনিয়নের শিবগঞ্জ বাজারের পাশে খাশিয়াপাড়া গ্রামের ধরেন্দ্র দাশের ছেলে করোনা ভাইরাস উপসর্গে বাদল দাশের (৪৫) রাস্তায় মৃত্যু হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে সুত্রে জানাগেছে , আজ দুপুরে শ্বাসকষ্ট নিয়ে আসা এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাস্তায় ওই যুবক মারা যায়। যুবকের নমুনা পরীক্ষা সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করা হয়েছে। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে সে করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত ছিল কি না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ