দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামে অভিযান চালিয়ে ৩ হাজার ১শত ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে সিলেট র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে। জানা যায়, উপজেলার মীরপুর ইউনিয়নের লহরী গ্রামে সোর্স এর তথ্যের ভিত্তিত্বে সিলেট র্যাব- ৯ এর মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র্যাব এর একটি দল লহরী গ্রামে অভিযান চালিয়ে মায়া মিয়ার ছেলে শাহজাহান মিয়া(৪৫) নামে এর ব্যক্তিকে আটক করে। এ সময় তার বসতবাড়িতে তল্লাশি করে ৩হাজার ১শত ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, ভারতীয় সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে এনে মাদক নেটওয়ার্কের মাধ্যমে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। র্যাব ৯ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মনিরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। আটককৃত মাদকদ্রব্যসহ শাহজাহান মিয়াকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।