স্টাফ রিপোর্টার ::সুনামগঞ্জের জগন্নাথপুরে সহকারি শিক্ষকদের (সৃজিত প্রাক-প্রাথমিক) বদলি ও ব্লক টিচিং সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এতে বদলির সুযোগ না থাকায় অনেক দুর-দুরান্ত থেকে গিয়ে পাঠদান দিতে হচ্ছে শিক্ষকদের। তাই ব্লক টিচিং ব্যবস্থা তুলে দিয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষকদের সমবন্টনে রুটিন অনুসারে পাঠদান ও সহকারি শিক্ষকদের শূন্য পদে বদলির ব্যবস্থা করা জরুরী হয়ে পড়েছে। এছাড়া প্রাক-প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ন্যায় রুটিন অনুসারে সকল শিক্ষকদের সমবন্টনে পরিচালনা করতে হবে।
জানাগেছে, এসব সমস্যা সমাধানের লক্ষে সোমবার শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবরে জগন্নাথপুর উপজেলার গণেশ^রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষক স্বাক্ষরিত একটি স্বারকলিপি প্রদান করা হয়েছে।