শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করলেন-প্রতিমন্ত্রী এম.এ মান্নান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৫৪৬ বার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকার জাতিকে নিরক্ষরমুক্ত করতে সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষা সবার মৌলিক অধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশকে ডিজিটালাইজেশনের পাশাপাশি শতভাগ শিক্ষার আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এ সরকার। তিনি বলেন, সরকার শিক্ষার উন্নয়নে শিক্ষকদের বেতন ভাতা সহ সবধরণের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। তিনি রোববার দুপুরে জগন্নাথপুৃর উপজেলা সদরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ‘মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’- এ শ্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার বিদ্যালয় পর্যায়ে ১০৮ টি ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রু চাই মারামা এবং সহকারী শিক্ষিকা সালেহা পারভীন এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমান দে, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল কাইউম মশাহিদ, হাসন ফাতেমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদার, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল হক, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাউধরন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন জামাল, গিতা পাঠ করেন জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গনেশ চক্রবর্তী ও জাতীয় সংগীত পরিবেশন করে জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ