শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে রমজানে মাস ব্যাপী মাশকুল কুরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২১ মে, ২০১৮
  • ৩৩৪ বার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে রমজান মাস ব্যাপী মাশকুল কুরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর সদরের রাণীগঞ্জ রোডে অবস্থিত হিফযুল কুরআন একাডেমির উদ্যোগে প্রতি বছরের মতো এবারো রমজান মাস ব্যাপী মাদ্রাসা ভবনে কোমলমতি হিফজ ছাত্রদের শুদ্ধ কুরআন তেলাওয়াত শেখানোর উদ্দেশ্যে মাশকুল কুরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে একাডেমির পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী হাফিয জুনায়েদ আহমদ খানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।শায়খ বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানীর সভাপতিত্বে এবং একাডেমির সহকারি পরিচালক হাফিজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম ও শিক্ষা সচিব হাফিজ মাওলানা আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, মাশকুল কুরআন কোর্সের প্রশিক্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত ক্বারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন, মাওলানা অলি উদ্দিন, মাওলানা আবুননছর ইমাদ উদ্দিন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না প্রমূখ। এ সময় একাডেমির সহকারি পরিচালক হাফিয মাওলানা মুছলেহ উদ্দিন, হাফিজ মাওলানা মুফতি নাজিউর রহমান নাজমুল, মাওলানা আবদুল ওয়াহিদ, হাফিয রহমত উল্লাহ, হাফিয আবদুস সোবহান, মাওলানা রুহুল আমিন, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী ফয়জুল হক, জয়নুল হক জয়, মনির হোসেন, বাচ্চু মিয়া আজিজুল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থী কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম পরিবারের অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, ধর্মীয় শিক্ষায় পারদর্শী করতে আপনাদের কোমলমতি শিশুদের ইসলামী শিক্ষা দিন। একজন পরিপূর্ণ মানুষ হতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। তাই প্রত্যেক শিশুকে দ্বীনি শিক্ষা গ্রহণে অভিভাবকদের সর্বাত্তক প্রচেষ্টা চালাতে হবে। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা অর্জন করলে শিশুরা নম্র ভদ্র হয় এবং বড় হয়ে তারা বিপথগামী হওয়ার আশঙ্কা কম থাকে। যে কারণে এসব শিশুরা দেশের বুঝা না হয়ে সম্পদে পরিনত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ