সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ২৭৭ বার

স্টাফ রিপোর্টার :: স্বাধীনতার মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস জগন্নাথপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প সবক অর্পন করা হয়। উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের দুটি গ্রুপের উদ্যোগে পৃথক ভাবে উপজেলা শহরে শোক র্যালী বের করা হয়। পরে স্থানীয় আব্দুস সামাদ আজাত অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাছুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আকমল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুদ্দিন,প্রাণি সম্পদ কর্মকর্তা কামরুল আলম, কৃষি কর্মকর্তা শওকত উসমান মজুমদার, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, প্রেস ক্লাব সভাপতি শংকর রায় উপজেলা যুবলীগ সভাপতি কামাল হোসেন, ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন ও জীবনের উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ