শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভূল চিকিৎসায় গর্ভ নষ্ট হওয়ার অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৬০ বার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূল চিকিৎসায় গর্ভ নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। রোববার হাতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

জানাগেছে, গত ৭ আগষ্ট জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের সাহেদ মিয়ার ৩ মাসের অন্তস্বত্তা স্ত্রী নাজমা বেগম স্থানীয় রাণীগঞ্জ বাজারের এক ফার্মেসী থেকে জ্বরের জন্য ওষুধ নেন। এসব ওষুধ খাওয়ার পর পেটে ব্যথা ও রক্তক্ষরন শুরু হয়। পরে ঐ রোগীকে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ভূল চিকিৎসায় ওই নারীর গর্ভ নষ্ট হয়ে গেছে।

এ ঘটনায় তার স্বামী সাহেদ মিয়া বাদী হয়ে ফার্মেসী ব্যবসায়ী সুষেন চন্দকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে এস.আই কবির উদ্দিন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। এদিকে ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে ফার্মেসী ব্যবসায়ী সুষেন চন্দ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। একজন গ্রাম্য ডাক্তার হিসাবে আমি নিয়ম মেনেই ফার্মেসী ব্যবসা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ