সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিষু হত্যাকান্ডের আসামীরা ছিনতাইকৃত গাড়ীসহ গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৩৫৪ বার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ উপজেলার ভোগসাইল গ্রামের নিখিল মালাকারের পুত্র সিএনজি চালক বিষু মালাকার (২৭) হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। সেই সাথে ছিনতাইকৃত সিএনজি অটো রিক্সাও উদ্ধার করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী জানান,বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকায় অভিযান চালিয়ে বিষু মালাকার হত্যার অন্যতম নায়ক বিশ্বনাথ উপজেলার মসলিশ ভোগশাইল গ্রামের তোরন মিয়ার পুত্র দেলোয়ার হোসেন ও দক্ষিণ সুনামগঞ্জ থানার মুরাদপুর গ্রামের লোবান মিয়ার স্ত্রী সাজেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিহত মালাকারের ব্যবহৃত মোবাইল সেট ও ছিনতাইকৃত সিএনজি অটো রিক্সা উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ ছাড়াও গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত আরও ৪ জনের নাম উল্লেখ করেছে। এদেরকে গ্রেফতারে সাড়াশি অভিযান চলছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী,ওসি তদন্ত আশরাফুল ইসলাম ও এসআই গোলাম ফাত্তাহ মূর্শেদ চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ বুধবার রাতভর বিশ্বনাথ ও দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে বিষু মালাকার হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হন। উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারী আসামী দেলোয়ার হোসনে তাহার সহযোগী অন্যান্য আসামীগন সহ রাত অনুমান ৮.১০ ঘটকিার সময় বশ্বিনাথ আলহরো সএিনজি ষ্ট্যান্ড হইতে ভকিটমি বিষু মালাকার কে তাহার অনটেষ্ট সিএনজি অটোরিক্সা (যাহার ইঞ্জিন নং- অততডঐঊ১৩৬২৬ এবং চ্যাসিস নং-গউ২অ২৭অত৪ঐডঊ১১২৩৪) কৌশলে ভাড়ার কথা বলে সএিনজি গাড়ী সহ বিষু মালাকারকে নিয়ে জগন্নাথপুর থানাধীণ গড়গড়ি এলাকায় নিয়া আসে এবং ধারারাে অস্ত্র দ্বারা নির্মম ভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দশ্যেে জগন্নাথপুর থানাধীন জগন্নাথপুর টু সিংগেরকাছ গামী পাকা রাস্তার গড়গড়ি গ্রামের জনৈক আব্দুর রব এর জমির পাশে ঝোপের মধ্যে নিহত বিষু মালাকার এর লাশ ফেলিয়া বর্ণিত সিএনজি অটোরিক্সা গাড়িটি নিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে নিহত বিষু মালাকারের পিতা নিখিল মালাকার বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, মামলা নং-০৩, তারখি-০৫/০৩/১৮খ্রঃি, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ বাংলাদেশ দন্ড বিধি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ