শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রয়াত জাতীয় নেতা সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৪০৭ বার

স্টাফ রিপোর্টার :: স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদ ছিলেন একজন প্রগতিশীল নেতা। তিনি সবসময় অপদস্থ লোলজনের সহযোগিতায় নির্বিক ছিলেন। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশ ও জাতির কল্যানে কাজ করে গেছেন। ফলে তিনি মানুষের অন্তরে অতি সহজে স্থান করে নিতেন। মানুষের সাথে ভাতৃত্বপর্ণ সম্পর্ক ছিলো সামাদ আজাদের। তিনি দেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। তিনি শুক্রবার (২৭ এপ্রিল) সামাদ আজাদের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ আরো বলেন, “৭০ এর পূর্ববতী সময়ে যখন সামাদ আজাদ আওয়ামী লীগে যোগ দেন তখন নির্বাচনের আগে সিলেটে আওয়ামী লীগের জয়জয়কার সৃষ্টি হয়েছিলো। তিনি সিলেটের আওয়ামী লীগকে সুসংগঠিত করতে সক্ষম হয়ে ছিলেন। তার বিকল্প আজো কেউ হতে পারেনি। সামাদ আজাদ তুলনা অতুলনীয়। তার অভাব কখনো পূরণ হওয়ার নয়।” সিদ্দিক আহমদ সামাদ আজাদের ব্যক্তিগত জীবন উল্লেখ করে বলেন, ‘ সামাদ আজাদ ছিলেন এক অতি অসাধারণ মানুষ। তার চলাফেরা কখনো বিলাশ বহুল ছিলো না। ছিলো খুবই সাধারণ। তিনি ব্যক্তি জীবনের চেয়ে মানুষের জীবন নিয়ে বেশি কাজ করেছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে অতিদ্রুত নিজেকে ধরে রাখতে পেরেছেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আকমল হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম পরিচালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুন্দর আলী,সাধারন সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কাবেরী, সাধারন সম্পাদক আবু ইসরাইল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, পৌর আওয়ামী লীগ নেতা মম্বশির আলী, আব্দুর রাজ্জাক, শশি কান্ত গোপ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মধু মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম, ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, হুমায়ুন তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, সায়মন হোসেন রুমেন, সুফি মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ রুহেল, প্রচার সম্পাদক সুজিব রায় দুর্জয়, দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়া, জগন্নাথপুর পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি রোহেল মিয়া, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ। এর পূর্বে উপজেলা পরিষদ জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মরহুমের জন্মভিটা উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামে স্বজনদের উদ্যোগে শিরনী বিতরণ ও স্থানীয় গ্রামের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ