সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ২২২ বার

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামে বাল্য বিবাহের কবল থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আলীপুর গ্রামের হারিছ মিয়ার ষষ্ঠশ্রেণী পড়ুয়া মেয়ের সাথে জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের কনা মিয়ার ছেলে দুলাল মিয়ার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। বুধবার দুপুরে ছেলেপক্ষ বরকে নিয়ে বরযাত্রাসহ মেয়ের বাড়ীতে হাজির হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পরিবারকে বাল্য বিবাহের কুফল বিষয়ে বুঝানোর পর উভয় পরিবার বিয়ে বন্ধ করেন।

এ ব্যাপারে পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক জানান, বাল্য বিবাহের খবর পেয়ে স্হানীয় ইউপি সদস্য ছায়াদ মিয়ার মাধ্যমে মেয়ের পরিবারকে বুঝানোর পর আমি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম বলেন, তাৎক্ষনিকভাবে পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ