শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চিনা বাদাম প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::

উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের  কুশিয়ারা নদীর তীরে প্রায় ২৫০ বিঘা পতিত জমিতে চিনা বাদাম চাষাবাদ হয়েছে।

 

 

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জগন্নাথপুর, সুনামগঞ্জ এর সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১১০ জন কৃষক উদ্বুদ্ধ হয়ে বাদাম চাষাবাদ করেন।

 

গত বছর প্রায় ১২০ বিঘা জমিতে বাদাম হলেও এবার তা বৃদ্ধি পেয়ে ২৫০ বিঘা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী বছরে আরো বৃদ্ধি পাবে। এ বছর বাদাম ভিলেজ এর ২৫০ বিঘা জমি থেকে প্রায় ১২৫০ মণ বাদাম উৎপাদন সম্ভব যার বাজার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা।

 

 

অদ্য বাদাম ভিলেজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার কাউসার আহমদ সহ  কৃষকবৃন্দ।

 

 

অতঃপর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত  চিনা বাদাম প্রদর্শনীর মাঠ অনুষ্ঠিত হয়। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ