নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে নামকরন নিয়ে বিরোধের জের ধরে গভীর রাতে মাদ্রাসায় আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। অগ্নিকান্ডের অধিকাংশ মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই গ্রামের মঞ্জুর আলীর ব্যক্তি উদ্যোগে বিগত ২০১২ সালে গ্রামে লতিফনগর লতিফিয়া ইবতেদায়ী সুন্নীয়া নামের একটি টিনসেড মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়। তবে মাদ্রাসার নামকরণ নিয়ে স্থানীয় সাজ্জাদুর রহমানের লোকজনের সাথে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে গত রোববার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন আগুন ধরিয়ে দিয়েছে এবং প্রায় অর্ধেক মাদ্রাসা পুড়ে গেছে বলে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দানিছ আলী জানান। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার দানিছ আলী বাদী হয়ে ৩৮ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, মাদ্রাসায় অগ্নিকান্ডের বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে।