নিজস্ব প্রতিবেদক: জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নে অনাবাদি জমি চাষাবাদের আওতাভুক্ত করতে কৃষকদের নিয়ে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা কৃষি বিভাগের সাথে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার কলকলি ইউনিয়ন পরিষদের হল রুমে পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, ইউনিয়ন পরিষদ মেম্বার আজিজুল হক,মোহন মিয়া, আব্দুল কাইয়ুম, আবুল হাসান, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য
রোজিনা বেগম, কৃষক আঙ্গুর মিয়া,তাজ উদ্দিন, জহিরুল ইসলাম, প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে কৃষকগন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।