সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

জগন্নাথপুরে ওসিসহ ৫ কর্মকর্তার প্রত্যাহার দাবি করলেন শাহীনূর পাশা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ২২০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাও. অ্যাড শাহীনূর পাশা চৌধুরী পক্ষপাতের অভিযোগ এনে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ৫ কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহীনূর পাশা চৌধুরী বলেন,‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি এই আসনে ১৩ মাস সংসদ সদস্য থাকাকালীন সময়ে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করেছি। আগামীতে আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করব।’
আইন শৃংখলা বাহিনীর প্রতি অভিযোগ করে তিনি আরও বলেন,‘ডিবি ও স্থানীয় পুলিশ প্রশাসনের হয়রানীর কারণে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা প্রচার-প্রচারণায় বাধার শিকার হচ্ছেন। নির্বাচনী মাঠে সকল প্রার্থীর জন্য সমান পরিবেশ সৃষ্টি হয়নি। সরকার দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য বেশী সুযোগ সুবিধা ভোগ করছেন।’
শাহীনুর পাশা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনকে প্রত্যাহারের দাবি জানান।
নির্বাচন কমিশন সবার জন্য সমান পরিবেশ সৃষ্টি করবেন এমন প্রত্যাশা করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে শাহীনুর পাশা বলেন,‘নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করলে আমি বিপুল ভোটে জয়ী হব।’
মতবিনিময়কালে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাদির আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান ও বিএনপি নেতা আনছার উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ