অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, চেয়ারম্যান আরশ আলীর বিরুদ্ধে দায়িত্বপালনে চরম গাফিলতি, সরকারি অনুমতি ছাড়া বিদেশ গমনসহ অনিয়মের অভিযোগে গত ২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইখতিয়ার আহমদের সাক্ষরিত পত্রে ইউপি চেয়ারম্যানকে সাময়িকভারে বরখাস্ত করা হয়।
বিষয়টি অবহিত করে জগন্নাথপুরের ইউএনও এবং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে (সাময়িকভাবে বরখাস্তকৃত) পত্র দেয়া হয়েছে।
তবে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) আরশ আলী জানান, এ ধরণের কোনো পত্র তিনি পাননি।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম পত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাময়িকভাবে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান পরিষদের আর্থিক কোনো লেনদেন করতে পারবেন না।’