শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অবশেষে টমটমের লাগাম টেনে ধরেছে পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ২০৭ বার

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অবশেষে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) এর লাগাম টেনে ধরেছে পুলিশ। জানাগেছে, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সড়কে প্রায় এক হাজার ইজিবাইক (টমটম) চলাচল করছে। এসব গাড়ি ও গাড়ির চালকের কোন রকম বৈধতা না থাকলেও বেপরোয়া ভাবে চলাচল করে আসছে। এসব গাড়ির অধিকাংশ চালক শিশু ও কিশোর। এসব গাড়ির জন্য রাস্তাঘাটে যানজট লেগে থাকে। হচ্ছে ঘনঘন দুর্ঘটনা। চুরি হচ্ছে বিদ্যুৎ। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ ছাপা হয়েছে। অবশেষে প্রশাসনের টনক নড়েছে। অবৈধ টমটমের লাগাম টেনে ধরেছে পুলিশ।
জানাগেছে, ৫ সেপ্টেম্বর বুধবার জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশে থানার এসআই কবির উদ্দিন এসব টমটম চালক ও গাড়ির মালিকদের ডেকে এনে সতর্ক করে দিয়েছেন। ১৮ বছরের নিচে কোন শিশু-কিশোর টমটম চালাতে পারবে না। চালালে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এসআই কবির উদ্দিন বলেন, সতর্ক না মানলে অভিযান শুরু হবে। এতে কাউকে ছাড় দেয়া হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ