দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: সুনামগন্জ- ৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের নির্বাচনী কার্যালয় শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাদ আলী কবিরীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মহিবুর রহমান রাসেলের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এতে বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহ আবু ইমানি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক তৌরিছ মিয়া মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি মোনায়েম খান ছাদ, উপজেলা যুবলীগ সহ সভাপতি হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, দপ্তর সম্পাদক দিলদার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচীব শেখ মামুন হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাজু চৌধুরী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাবির আহমদ, যুগ্ন আহ্বায়ক ইকবাল খান, সদস্য জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমির খান সাব্বির, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজন মিয়া, সাধারন সম্পাদক এনায়েল খান, শ্রমিকলীগ যু্গ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন ২নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আব্দুল হান্নান, প্রবীন আওয়ামীলীগ নেতা একলিমর রাজা চৌধুরী, জিতু মিয়া, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কয়েস ইসরাইল, সহ সভাপতি আব্দুস সামাদ রানা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা হাজী আব্দুস সত্তার, প্রবাসী আওয়ামীলীগ নেতা সাবাজ খান, নয়াবন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক নুরুল ইসলাম গোলাব আলী, আওয়ামীলীগ নেতা শাহ আশরাফুল আলম দিপু, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, আং গফুর, আজমান আলী, বদরুজ্জামান, আং মতিন, রুনু মিয়াসহ দলীয় নেতাকর্মীরা ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলেওয়াত করেন ক্বারী আব্দুল কুদ্দুস।