স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ মানেই ক্রিকেটপ্রেমী মানুষের মাঝে উত্তেজনা। বর্তমানে বিশ্বকাপ ক্রিকেট উত্তেজনায় মেতেছে সারাবিশ্ব। বাংলাদেশের মানুষের এ উত্তেজনা বহুগুণে বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়।
প্রোটিয়াদের ২১ রানের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে মাশরাফি বাহিনী। প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেটে খেলতে দলে জায়গা পেয়েছেন সাতক্ষীরার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন তিন উইকেট। পুরো টিমের নান্দনিক খেলায় জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই বাংলাদেশের এমন দূর্দান্ত জয়ের পর ঈদের আগেই ঈদ আনন্দ পেলো গোটা দেশ।
বাংলাদেশ দলের প্রথম জয়ের পর উচ্ছ্বসিত মোস্তাফিজ পরিবার, কারণ স্বপ্ন পূরণ হয়েছে মোস্তাফিজের। একদিকে বাংলাদেশ দলের জয়, অন্যদিকে বাড়ির ছেলের স্বপ্নপূরণ- সব মিলিয়ে দারুন খুশি মোস্তাফিজ পরিবারের সদস্যরা।
ছেলের স্বপ্ন পূরণ হলে মায়ের আনন্দের সীমা থাকে না। ছেলে মোস্তাফিজ ও বাংলাদেশ দলের জয় দেখেই ঘুমিয়ে পড়েন মোস্তাফিজের মা মাহমুদা বেগম। পরে সোমবার সকালে জাগো নিউজের সঙ্গে কথা হয় মোস্তাফিজের মা মাহমুদা বেগমের।
তিনি বলেন, ‘মোস্তাফিজের স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলবে। মোস্তাফিজের স্বপ্ন ও মনের আশা পূরণ হয়েছে। বাড়ির সকলেই খুব খুশি।’
মোস্তাফিজের সেঝো ভাই মোকলেছুর রহমান পল্টু জাগো নিউজকে বলেন, ‘সব খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলবে। তেমনি মোস্তাফিজেরও স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলার। আশাটা পূরণ হয়েছে মোস্তাফিজের। প্রথম ম্যাচে তিন উইকেট পেয়েছে। মোটামুটি ভালোই খেলেছে। তাছাড়া পুরো দলটাই ভালো পারফরম্যান্স করেছে। বাংলাদেশ দলের জয়ের সঙ্গী মোস্তাফিজ। গোটা পরিবার খুব খুশি।’
মোস্তাফিজকে ঘিরে ক্রিকেটপ্রেমী মানুষদের আগ্রহের কমতি নেই শুরু থেকেই। অজপাড়া থেকে উঠে আসা এ তরুণ ক্রিকেটার দাপিয়ে বেড়াচ্ছেন গোটা ক্রিকেট বিশ্ব। তার বোলিং তান্ডবে ধরাশয়ী নামীদামী তারকাখ্যাতি সব দানবী ব্যাটসম্যানরা।