মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

ছাত্র ইউনিয়নের উদ্যোগে শহীদ জগৎজ্যোতি প্রয়াণ দিবস পালন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ২৫৫ বার

যথাযোগ্য মর্যাদায় শহীদ জগৎজ্যোতি দাসের ৪৭তম প্রয়াণ দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদ৷ এ উপলক্ষে শুক্রবার সকাল ৮.০০ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে মৌন র্যালি শেষে মুক্তিযুদ্ধে নিহত কলেজের চারজন শহিদের নামে নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা৷ পুষ্পস্তবক অর্পণ শেষে জগৎজ্যোতি দাসসহ সকল বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়৷

অতঃপর কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই সরকারের পরিচালনায় আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়৷ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি নুরজাহান ছাদেক নূরী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পাপ্পু সরকার, শহর সংসদের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, কলেজ সংসদের সহ-সভাপতি বিমান দাস রাজীব, সাংগঠনিক সম্পাদক আল আমীন, দপ্তর সম্পাদক কৃষ্ণপদ দাস, ছাত্র ইউনিয়ন নেতা পিন্টু ভট্টাচার্য, অমিয় প্রমুখ৷
এসময় বক্তারা বলেন, ‘শহিদ জগৎজ্যোতি দাস তাঁর শ্রেষ্ঠতম সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য৷ দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে ছাত্র ইউনিয়ন এভাবেই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ঘটাতে সদা প্রস্তুত রয়েছেন৷’

তারা আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, ঘোষিত প্রথম বীরশ্রেষ্ঠ জগৎজ্যোতি দাসকে বর্তমান প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে৷’ এ ব্যাপারে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করার জন্য কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন নেতাকর্মীরা৷

প্রেস বিজ্ঞপ্তি 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ