দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা যুদ্ধে দেশের প্রথম মৃত্যু বরণকারী ডাক্তার ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক শহীদ ডাক্তার মঈন উদ্দিন স্মরণে ছাতকে স্মৃতি সংসদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে এক সুধী সমাবেশে চিকিৎসক ডাক্তার মঈন উদ্দিন এর স্মৃতি রক্ষার্থে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদকে সভাপতি ও নাদামপুর গ্রামের যুবনেতা আবুল কাশেম ফজলুল হককে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
সুধী সমাবেশে ছাতক উপজেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম সুন্দর, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব এড. শামছুর রহমান, বিশ্ব স্বজন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম, সিলেটস্থ ছাতক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ তালুকদার, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা, ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সাধারন সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমদ প্রমুখ।
উল্লেখ্য, ডাক্তার মইন উদ্দিন ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামের বাসিন্দা। গত ১৫ এপ্রিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।