বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

চীন-ভারতকে সমাধান দিয়ে সাহায্য করতে চান ট্রাম্প

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৫৩ বার

অনলাইন ডেস্কঃ   চীন-ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা প্রশমনে তাদের সমাধান দিয়ে সাহায্য করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সীমান্ত নিয়ে চীন-ভারতের উত্তেজনা নিরসনে তাদের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র।

শনিবার ওকলাহোমায় করোনা পরবর্তী প্রথম নির্বাচনী জনসভা শেষে হোয়াইট হাউসে সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, এটি খুবই কঠিন পরিস্থিতি। আমরা ভারতের সঙ্গে কথা বলছি। আমরা চীনের সঙ্গে কথা বলছি। তাদের মধ্যে এটি বিরাট সমস্যা।

ভারত ও চীনের বর্তমান পরিস্থিতি মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন,
তারা সংঘর্ষে জড়িয়েছে, আমরা দেখব কী ঘটে। আমরা চেষ্টা করব এবং তাদের সাহায্য করব।

এর আাগে পশ্চিম লাদাখে চীনা সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া নিয়ে বেইজিংয়ের সমালোচনা করে ট্রাম্প প্রশাসন।

গত সপ্তাহে লাদাখের গালওয়ান উপত্যাকায় চীনা সেনাবাহিনীর সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। এ ছাড়া ১০ সেনাসদস্যকে আটক করে বেইজিং। পরে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে বেঠকে আটক সেনা সদস্যরা মুক্তি পায়। তবে অসমর্থিত সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়, সংঘর্ষে অন্তত ৩৫ চীনা সেনা সদস্য নিহত হয়েছে।

এদিকে সীমান্তে সংঘর্ষের ঘটনায় শুক্রবার সর্ব দলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের পর মোদি জানান, কেউ ভারতীয় সীমান্ত অতিক্রম করেনি।

সূত্র: এনডিটিভি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ