মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

চীন-পাকিস্তান থাকায় রাশিয়ার সামরিক মহড়ায় ভারতের ‘না’

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২০৭ বার

অনলাইন ডেস্কঃ  রাশিয়ার আয়োজনে বহুজাতিক সামরিক মহড়া ‘কাভকাজ ২০২০’এ অংশ নেবে ভারত। এ মহড়াতে চীন ও পাকিস্তান অংশ নেয়ার এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, রাশিয়া-ভারত কৌশলগত অংশীদার। রাশিয়ার আমন্ত্রণে অনেক আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেছে ভারত। তবে করোনাভারাস ও অন্যান্য সমস্যার কারণে ভারত সিদ্ধান্ত নিয়েছে এ বছর ‘কাভকাজ ২০২০’এ কোনো সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে রাশিয়ার আয়োজিত সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীন-পাকিস্তানের সেনাবাহিনী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, চীন ওই সামরিক মহড়ায় অংশগ্রহণ করায় ভারত তার সেনাবাহিনী পাঠাবে না। কারণ হিসেবে মন্ত্রণালয় বলছে, চীনের সঙ্গে ভারত পূর্ব লাদাখে সংঘর্ষ হয়েছে। এ ছাড়া চীনের সঙ্গে ৪ হাজার কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ সীমানা (এলএসি) জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাদের সঙ্গে বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়া আমাদের পক্ষে স্বাভাবিকভাবে ব্যবসা হতে পারে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ