রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১৯ জন নিহত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৪৯০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে ১৯ জন নিহত ও অপর ১২ জন আহত হয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। চীনে শিল্পকারখানায় এটি হচ্ছে সর্বশেষ দুর্ঘটনা। আইনের ঘাটতির কারণে দেশটিতে প্রায় এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে থাকে। খবর এএফপির।

স্থানীয় জননিরাপত্তা প্রশাসনের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, চীনের সিচুয়ান প্রদেশের ইবিন নগরীর শিল্প এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে। কাউন্টি কর্মকর্তারা জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা আরও জানান, বিস্ফোরণের কারণে সেখানে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে।

স্থানীয় নিউজ সাইটে দেয়া বিভিন্ন ছবিতে ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়তে দেখা যায়।
কোম্পানির মালিকের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হাংদা নামের রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
সাম্প্রতিক সময়ে বছরগুলোতে বিভিন্ন শিল্পকারখানায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় চীনকে নাড়া দিয়েছে।

২০১৫ সালে চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে কন্টেইনার সংরক্ষণাগারে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে কমপক্ষে ১৬৫ জন নিহত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ