মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

চীনের হাতেই রয়েছে ভয়ংকর সাঁজোয়া ড্রোন জাহাজ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ২৬০ বার

আন্তর্জাতিক ডেস্ক::
চীনের হাতেই রয়েছে ভয়ংকর সাঁজোয়া ড্রোন জাহাজ। এর নাম মেরিন লিজার্ড। এটি সর্বোচ্চ এক হাজার ২০০ কিলোমিটারজুড়ে অভিযান চালাতে সক্ষম মেরিন লিজার্ড স্যাটেলাইটের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি বানিয়েছে উচাং শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি এবং চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশন।
সোমবার চীনের রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল টাইমস জানায়, গত ৮ এপ্রিল কারখানা থেকে এটি বাইরে পাঠানো হয়।
কর্মকর্তারা বলছেন, জাহাজের গড়নে তৈরি ১২ মিটার দীর্ঘ মেরিন লিজার্ড গোপনে ঘণ্টায় সর্বোচ্চ ৯২ কিলোমিটার গতিতে চলতে পারে। এছাড়া মাটিতে এটি চলতে পারে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে। তবে এই গতিবেগ ভবিষ্যতে বাড়ানো সম্ভব।
চীনের দাবি, বিশ্বের প্রথম এমন সশস্ত্র উভচর ড্রোন জাহাজ চালানোর পরীক্ষায় তারা সফল হয়েছে। দেশটির সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি ভূমিতে ও আকাশে ড্রোন হামলায় ব্যবহার করা যাবে।
মেরিন লিজার্ডে সংযুক্ত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ইলেকট্রো-অপটিক্যাল সিস্টেম এবং রাডার সিস্টেম। এর অস্ত্রের মধ্যে রয়েছে দুটি মেশিন গান। আরও রয়েছে জাহাজ ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা।
এটি নিজেই কৃত্রিমভাবে পানিতে চলার সময় বাধাবিঘ্ন এড়িয়ে গমনপথের পরিকল্পনা তৈরি করতে সক্ষম।
নির্মাতা প্রতিষ্ঠানের ম্যানেজার দাবি করেন, জনমানুষ বিহীন একটি দ্বীপে মেরিন লিজার্ড পাঠিয়ে দিলে আট মাস পর্যন্ত সেটিকে যুদ্ধে ব্যবহার করা যাবে।
প্রায় ১৭৮ বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট এবং বিশ্বের বৃহত্তম সৈন্যবাহিনী (২০ লাখ সদস্য) নিয়ে চীন সাম্প্রতিক বছরগুলোতে অনেক নতুন ধরনের অস্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ