বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

চীনের বিরুদ্ধে ভ্যাকসিনের গবেষণা চুরির চেষ্টার অভিযোগ যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২০৪ বার

অনলাইন ডেস্কঃ   
চীনের হ্যাকাররা আমেরিকার কোভিড-১৯ এর ভ্যাকসিনের গবেষণা চুরির চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। দেশটির পক্ষ থেকে বুধবার এ কথা জানিয়ে বিজ্ঞানী ও জনস্বাস্থ্য কর্মকর্তাদের সাইবার চোরদের কাছ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। খবর-রয়টার্স
এক যৌথ বিবৃতিতে ফেডারেল বুর্যো অব ইনভেস্টটিগেশন (এফবিআই) ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এফবিআই মার্কিন সংস্থাগুলোর ওপর ডিজিটাল অনুসন্ধান চালিয়ে দেখতে পেয়েছে, চীনা হ্যাকাররা বেআইনিভাবে মূল্যবান বুদ্ধিভিত্তিক সম্পত্তি, জনস্বাস্থ্যের ভ্যাকসিন সম্পর্কিত তথ্য, কোভিড-১৯ সম্পর্কিত গবেষণা পর্যবেক্ষণ করে শনাক্ত করার চেষ্টা করছিল।
তবে বিবৃতিতে হ্যাকারদের উদ্দেশ্য ও বিস্তারিত পরিচয় জানানো হয়নি। এক লিখিত বিবৃতিতে ওয়াশিংটনে থাকা চীনা দূতাবাস এমন মিথ্যা অভিযোগ দেয়ায় নিন্দা জানিয়েছে।
এতে বলা হয়েছে, এফবিআই কোনো প্রমাণ ছাড়া অনুমানের ওপর দোষী সাব্যস্ত করে সতর্কতা জারি করেছে।যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ মহামারীর বিরুদ্ধে আন্তর্জাতিক সাহায্য-সহযোগিতায় ঘাটতি তৈরি করে, বিবৃতি যোগ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ