স্পোর্টস ডেস্ক;
রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু : ১৬৩/৫ (২০.০ ওভারে)
সানরাইজার্স হায়দারাবাদ : ১৫৩/১০ (১৯.৪ ওভারে)
ফল : বেঙ্গালুরু ১০ রানে জয়ী।
শেষ ৩০ বলে টার্গেট ৪৩ রান।হাতে ৮ উইকেট।উইকেটে আছেন সেট ব্যাটসম্যান জনি বেয়ারস্ট ! অথচ, এমন একটা সুবিধা জনক অবস্থানে থেকেও হাতের মুঠো থেকে ম্যাচটি বের হয়ে গেছে সানরাইজার্স হায়দারাবাদের।
যুগেন্দ্রা চাহালের লেগ স্পিন ভেল্কিতে (৩/১৮) শেষ অংকের সমীকরন মিলিয়ে ১০ রানে জিতেছে কোহলির দল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। দ্বিতীয় উইকেট জুটির ৬২ বলে ৭১,তৃতীয় উইকেট জুটির ৩২ রানে সানরাইজার্সের দিকেই ঝুঁকে পড়েছিল ম্যাচটা।
ম্যানচেস্টারে ৫ দিন আগে সেঞ্চুরিতে উজ্জীবিত বেয়ারস্ট এদিন শুরুটাও করেছেন দারুন। ৪৩ বলে ৬ চার ২ ছক্কায় ৬১ রানের সেই ইনিংসটা ম্লান হয়ে গেছে। ১৬তম ওভারের দ্বিতীয় বলে বেয়াস্টর লেগ স্ট্যাম্প উড়িয়ে দিয়ে লেগ স্পিনার চাহাল দিয়েছেন ব্রেক থ্রু। পরের বলে গুগলিতে বোল্ড শংকর। তাতেই হৃদস্পন্দন থেমেছে সানরাইজার্সের।
আইপিএলের চলমান আসরে শুরু থেকেই স্পিনাররা হয়ে উঠছেন ট্রাম্পকার্ড, সোমবার রাতেও তার ব্যতিক্রম হয়নি। চাহাল গড়ে দিয়েছেন ব্যবধান।মানিস পান্ডেকে (৩৪) লং অফে ক্যাচ দিতে বাধ্য করে ৭১ রানের দ্বিতীয় উইকেট জুটিকে করেছেন বিচ্ছিন্ন। সেই থেকে শুরু। ৪-০-১৮-৩, মিতব্যয়ী এবং উইকেট টেকিং বোলিংয়ে কোহলিদের মুখে হাসি ফুটিয়েছেন এই লেগি।
এই ম্যাচে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ১৬৩/৫ স্কোরে অবদান রেখেছেন ওপেনার দেবদূত (৪২ বলে ৮ চার-এ ৫৬) এবং ভিলিয়ার্স (৩০ বলে ৪ চার,২ ছক্কায় ৫১)।গত বছরের নভেম্বরে কর্নাটকের হয়ে টোয়েন্টি-২০ ক্রিকেটে হয়েছে অভিষেক ১৯ বছরের ছেলে দেবদূতের। আইপিএলে নিজের অভিষেকেই দিয়েছেন সমৃদ্ধ ভবিষ্যতের জানান। শেষ ৩০ বলে ৪৭ রানে নেতৃত্ব দিয়েছেন ডেঞ্জারম্যান ডি ভিলিয়ার্স। এই ম্যাচে দু’দলের অধিনায়ক ব্যাটিংয়ে ছিলেন ফ্লপ। কোহলি ১৩ বলে করেছেন ১৪, ওয়ার্নার সেখানে করেছেন ৬ বলে ৬ ! ওয়ার্নার এই ম্যাচে বোলারদের উপর রাখতে পারেননি আস্থা। ব্যবহার করেছেন ৮ বোলার !
জবাব দিতে এসে সুবিধা জনক অবস্থানে থেকেও হেরে গেছে সানরাইজার্স। শেষ ১৮ বলে ২৯ রানের টার্গেটটা দূরুহ হয়ে গেছে সানরাইজার্সের। টেল এন্ডাররা দিতে পারেননি প্রতিদান। ২ বল হাতে রেখেই থেমেছে সানরাইজার্সের ইনিংস।