স্পোর্টস ডেস্কঃ
ভারতের বিপক্ষে কোন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ? এজবাস্টনে খেলা হচ্ছে কোনো উইকেটে? দলের ভেতরে উঁকি মেরে অনেক তথ্যই জানা গেল
ইংল্যান্ডের ক্রিকেট ঐতিহ্য সব সময়ই মুগ্ধ করার মতো। প্রতিটি কাউন্টি মাঠের সঙ্গে কত যে ইতিহাস আর গৌরবের গল্প জড়িয়ে। ব্রিটিশরা সে সব গৌরব, ঐতিহ্য পরম মমতায় লালন করে আসছে বছরের পর বছর। বিশ্বকাপের যে ভেন্যুতেই যান, শুনতে পাবেন ইংলিশ ক্রিকেটের কত মুগ্ধ করা সব গল্প।
ভেন্যুগুলো যেমন মুগ্ধ করে সঙ্গে একটা প্রশ্নও জাগে—একেক মাঠের একেক আকৃতি কেন? কোনোটা ক্রিকেটের আদর্শ ওভাল বা ডিম্বাকৃতির, কোনোটা একেবারেই চৌকোনা। কোনোটা আবার ডিম্বাকৃতি কিংবা চৌকোনার কিছুই না! এক দিকে সীমানা বড় তো আরেকদিকে ছোট। এই এজবাস্টনের কথাই ধরুন। মাশরাফি বিন মুর্তজা আজ বারবার বললেন, ‘মাঠ একদিকে অনেক ছোট, আরেকদিকে অনেক বড়। দেখলেন না কাল ইংলিশ বোলাররা বারবার ভারতের ব্যাটসম্যানদের বড় দিকে খেলতে বাধ্য করেছে। আর তাতে সফলও হয়েছে।’
মাঠ বড়-ছোট হওয়ার সঙ্গে রণকৌশল সরাসরি সম্পর্কিত। মাঠ একদিকে ছোট বলে দুই প্রান্ত থেকেই স্পিনার ব্যবহার করা কঠিন। যেহেতু দুই প্রান্ত স্পিনার ব্যবহার করা যাবে না আর প্রতিপক্ষের ব্যাটসম্যানরা স্পিন খুব ভালো খেলেন—বাংলাদেশ এক স্পিনার কমিয়ে সাজাতে পারে একাদশ। স্পিনার কমলে একাদশে বাইরে থাকার কথা মেহেদী হাসান মিরাজের। সে ক্ষেত্রে যোগ হবেন একজন বাড়তি পেসার। চার পেসার নিয়ে খেললে রুবেল হোসেনের সুযোগ মিলতে পারবে ভারতের বিপক্ষে। টিম ম্যানেজমেন্টের এক সদস্য দুপুরে বলছিলেন, ‘কার্ডিফে চৌকোনা মাঠে দেখেননি আমাদের স্পিনাররা কী মার খেয়েছে। দুই স্পিনার নিয়ে খেলাটা ভুল ছিল ওই মাঠে। কাল এজবাস্টনে একই ভুল করতে চাই না।’
এখানে আরেকটি বিষয় আছে। বাংলাদেশ খেলবে ব্যবহৃত উইকেটে, যে উইকেটে কাল ভারত-ইংল্যান্ড খেলেছে। ব্যবহৃত উইকেটে টস জিতে আগে ব্যাটিং করাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। পরে যে উইকেট কিছুটা মন্থর হয়ে যায়। আর এ টুর্নামেন্টে মন্থর উইকেট সব সময়ই বাংলাদেশের মুখে হাসি ফুটিয়েছে। বাংলাদেশ তাই মনেপ্রাণে চাইছে টস জিততে। আর টস জিতে আগে ব্যাটিং করতে।
প্রশ্ন তো আরও একটি জায়গায় রয়ে গেছে। মাহমুদউল্লাহ খেলবেন তো কাল? বার্মিংহামে দুটি অনুশীলন সেশনেই ছিলেন তিনি। আজ মাহমুদউল্লাহ অনেকক্ষণ ব্যাটিং করেছেন নেটে। দলের ম্যানেজার খালেদ মাহমুদ কালও বলছিলেন, ‘ওকে নিয়ে ৫০-৫০ সম্ভাবনা।’ তবে আজ সেই সম্ভাবনা বেড়ে ৬০-৪০ হয়ে গেছে। মাহমুদউল্লাহ দ্রুত সেরে উঠছেন, তবে কাল খেলবেন এটি বলার উপায় নেই। টিম ম্যানেজমেন্টের কেউ কেউ অবশ্য চান ভারতের বিপক্ষে ঝুঁকি না নিয়ে মাহমুদউল্লাহ পাকিস্তান ম্যাচের জন্যই তৈরি হোক। তবে আপাতত দল তাঁর জন্য অপেক্ষা করছে। কাল সকালে ফিজিওর রিপোর্ট আর মাহমুদউল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সবকিছু। যদি তিনি শেষ পর্যন্ত খেলতে না পারেন, এখানে অপশন দুটি—সাব্বির রহমান কিংবা মোহাম্মদ মিঠুন। দলের থিংক ট্যাংকের দৃষ্টি অবশ্য সাব্বিরের দিকেই।