মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:২১ অপরাহ্ন

চমক দেখাতেই বোলিং করেছেন ‘উইকেটকিপার’ মিঠুন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ২০৩ বার

স্পোর্টস ডেস্কঃ  
জাতীয় দলে মোহাম্মদ মিঠুনের রোল উইকেটকিপার ব্যাটসম্যান। কিন্তু মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস থাকায় জাতীয় দলে ব্যাটসম্যানের ভূমিকায়ই বেশি দেখা যায় মিঠুনকে।
শ্রীলংকা সফরে ‘এ’ দলের হয়েও ব্যাটসম্যানের ভূমিকা পালন করেন মিঠুন। কিন্তু হাম্বানটোটায় তিনদিনের ম্যাচে দলের প্রয়োজনে বল হাতে নিয়ে অফস্পিন করে সফল হনজাতীয়দলের এ তারকা ক্রিকেটার। ১৪ ওভার বোলিং করে ২ উইকেট শিকার করেনতিনি।
উইকেটকিপার হয়েও বোলিং করা নিয়ে মিঠুন বলেন, ‘আপনারা চমকে যেতে পছন্দ করেন, তাই একটু চমকে দিলাম!’
ব্যাটিংয়ে দুর্দান্ত খেলেছেন মিঠুন মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। ৯২ রান করে আউট হওয়া প্রসঙ্গে মিঠুন বলেন, ‘৯২ রান করে রানআউট হয়ে গেছি, কষ্ট এটাই! আমার মনে হয়েছে ভেতরে ঢুকে গিয়েছিলাম। ভিডিওতেও দেখলাম ঢুকে গেছি, তবুও আম্পায়ার রান আউট দিয়েছে।’
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬০ রানের জবাবে শ্রীলংকা৪৫০ রান করে ম্যাচড্র করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ