দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে ফটিকছড়ির ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর চিৎকারে শ্বশুর এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
নিহত মামুনি ধর (২৪) হারুয়ালছড়ি গ্রামের রূপক কান্তি দে-র স্ত্রী। রূপক দেশে থাকেন না।
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মামুনির শ্বশুর মিলন কান্তির দে গুরুতর আহত অবস্থায় এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভুজপুর থানার ওসি শেখ মো. আবদুল্লাহ জানান, রাত দেড়টার দিকে দুই দুর্বৃত্ত ওই গ্রামের নরেন্দ্র কুমার দের একতলা ভবনের সিঁড়ি ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে গলায় ছুরি দিয়ে আঘাত করে। তার চিৎকারে পাশের রুমে থাকা শ্বশুর মিলন কান্তি দে এবং শাশুড়ি রত্মা দে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে ওই গৃহবধূ মারা যান। আহত মিলন কান্তিকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুজপুর থানার ওসি বলেন, এটি ডাকাতির ঘটনা নয়। পূর্বশত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ বাড়ি থেকে কোনো মালামাল ও টাকা খোয়া যায়নি।
এ ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি শেখ আবদুল্লাহ।