মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

গ্রিস যাওয়ার পথে প্রাণ গেল শান্তিগঞ্জের এক যুবকের, পরিবারে শোকের মাতম

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৮ বার

ডেস্ক রিপোর্ট::

খবর শুনার পর থেকেই বার বার মুর্ছা যাচ্ছিলেন মা ফাতেমা বেগম। কোনভাবেই শান্তনা দেওয়া যাচ্ছে না তাকে। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসেছেন তাকে। ওখানে এসেও ছেলের জন্য আহাজারি থামেনি এই মায়ের। তুরস্ক থেকে অবৈধভাবে নৌকা যোগে গ্রিস যাবার পথে প্রাণ হারানো সুনামগঞ্জের সাইফুরের মায়ের (ফাতেমা বেগম) এমন অবস্থা দেখে শনিবার সুনামগঞ্জ সদর হাসপাতালেও হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

জেলার শান্তিগঞ্জের পাথারিয়া গ্রামের সাইফুর রহমান (২২) মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় তুরস্ক থেকে গ্রীস যাবার পথে মারা গেছেন বলে পরিবারের লোকজন জেনেছেন। সাইফুরের বাবা আব্দুল জাহিদ দুবাই প্রবাসী। মাসখানেক আগে শান্তিগঞ্জের উক্তিরপাড় গ্রামের তুরস্ক প্রবাসী রুহুল আমিনের মাধ্যমে ছেলেকে গ্রিস পাঠানোর ব্যবস্থা করেন বাবা।

আব্দুল জাহিদের ভাই রফিক মিয়া জানান, পাশের গ্রামের রাশেদ মিয়ার কাছে তিন লাখ টাকা দিয়ে ভাতিজা সাইফুর রহমানকে গ্রিসে পাঠানোর ব্যবস্থা করেন। ওখানে পৌঁছানোর পর আরও টাকা দেবার কথা ছিল। মাস খানেক আগে ওমান থেকে ইরান এবং ইরান থেকে তুরস্ক গেছে সাইফুর। সোমবার রাত ১২ টা ৫ মিনিটে তুরস্ক থেকে গ্রিসের উদ্দেশ্যে পাঠানো হয় সাইফুরদের। মঙ্গলবার রাতে একজন ফোন দিয়ে জানায়, ওদের নৌকা সাগরে ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে ছেলেটির মা বার বার মুর্ছা যাচ্ছেন। তিনি জানান, ৫ ছেলে মেয়ের বড় সাইফুর সকলের আদরের ছিল। ছেলেটির মরদেহ পেলেও শান্তি পেতেন তারা।

সুখবর/এসএইচএস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ