বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

গ্রিসের মর্গে শান্তিগঞ্জের কয়েছ, দেহ পেতে উৎকন্ঠিত পরিবার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার

ডেস্ক রিপোর্ট::

তুরস্ক থেকে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ‘সন্ত্রাসীদের আঘাতে’ আহত সুনামগঞ্জের কয়েছ আলী নামের অভিবাসনপ্রত্যাশী এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কয়েছ মিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হলদিকান্দি গ্রামের আহমদ আলীর ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, উন্নত জীবনের আশায় প্রিয় স্বদেশ ছেড়ে প্রায় ১০ মাস আগে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে পাড়ি জমান মা-বাবার একমাত্র সন্তান ৩০ বছর বয়সী কয়েছ আলী। সেখানে কিছুদিন থাকার পর ইউরোপের দেশে প্রবেশের উদ্দেশ্যে চলে যান তুরস্ক। এরপর চলতি মাসের শুরুর দিকে তুরস্ক থেকে সুন্দর নিশ্চিত ভবিষ্যতের আশায় গ্রিসের পথে পাড়ি জমান কয়েছ।

খবরে প্রকাশ, গ্রিসে অনুপ্রবেশকালে সন্ত্রাসীদের কবলে পড়ে গুরুতর আহত হন কয়েছ। পরে তাকে গ্রিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় একমাস চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে গত শুক্রবার ( ২৪ সেপ্টেম্বর ) রাতে থেমে যায় স্বপ্নযাত্রা দুর্ভাগা কয়েছের।

মরদেহ দেশে পাঠানোর জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের মাধ্যমে সোমবার সকালে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদন পাঠিয়েছে নিহতের পরিবার।

গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত কয়েছ আলীর মরদেহ বর্তমানে গ্রিসের একটি হাসপাতালের মর্গে আছে। দেশে নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

এর মধ্যে মরদেহ দেশে পাঠানোর কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন হলে দেশে পাঠানো হবে।

নিহতের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সবাইকে এ ধরনের অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ পাড়ি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দূতাবাসের এই কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ