দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
দেশের দুই শীর্ষ টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন ও রবি আজিয়াটায় সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।
আজ বুধবার সংসদে সরকারদলীয় সাংসদ মমতা হেনার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মোস্তফা জব্বার বলেন, গ্রামীণফোন ও রবি আজিয়াটায় সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলমান। প্রতিষ্ঠান দুটির সব ধরনের এনওসি (অনাপত্তিপত্র) দেওয়া বন্ধ আছে। সরকারের পাওনা টাকা আদায়ে প্রতিষ্ঠান দুটির মোবাইল ফোন অপারেটর লাইসেন্স বাতিল করা হবে মর্মে পত্র দেওয়া হয়েছে।
সরকার দলীয় আরেক সাংসদ দিদারুল আলমের প্রশ্নের জবাবে মোস্তফা জব্বার বলেন, ডাক বিভাগের রাজস্ব ধীরে ধীরে বাড়ছে। ২০১৮-১৯ অর্থবছরে ডাক বিভাগ আয় করেছে ৪৪২ কোটি ২৮ লাখ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে আয় ছিল ৪০৪ কোটি ৯২ লাখ টাকা। তার আগের অর্থবছরে এই আয় ছিল ৩৭৪ কোটি ২২ লাখ টাকা।