স্পোর্টস ডেস্ক::
ম্যাচটা গোলশূন্য ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছিল। পাকিস্তান-বাংলাদেশ দুই দলের কোনোটিই জাল পর্যন্ত যেতে পারছিল না। অবশেষে এলো কাঙ্খিত গোল। ম্যাচের অন্তিম মূহুর্তে।
নির্ধারিত সময়ের খেলা তখন ৫ মিনিট বাকি। বিশ্বনাথ ঘোষের থ্রো থেকে বল পেয়ে তাতে মাথা ছুঁইয়ে দেন তপু বর্মন। পাকিস্তানি গোলরক্ষক কিছু বুঝে উঠার আগেই বল জালে। এরপরই অন্যরকম উদযাপন বাংলাদেশের।
গোলদাতা তপু বর্মন জার্সি খুলে ফেলেছিলেন। দৌঁড়ে গিয়ে মাঠের এক কোণে হাঁটু গেড়ে বসলেন। ততক্ষণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন তার সতীর্থদের কয়েকজন। তপু গুলি করার ভঙ্গি করলেন, সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে পড়ে গেলেন ওই সতীর্থরা, যেন গুলি লেগেছে তাদের বুকে।
তপু বর্মন-জামাল ভুঁইয়াদের এমন উদযাপনের কারণ অবশ্য এখনও জানা যায়নি। তবে যতটুকু বোঝা গেছে, প্রতিপক্ষ পাকিস্তান বলেই সম্ভবত এমন উদযাপন তাদের। যেন প্রতীকী মুক্তিযুদ্ধ!