শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ টু সুনামগঞ্জ রেললাইন স্থাপনের দাবী সর্বসাধারণের

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৬৬ বার

নিজস্ব প্রতিবেদক::  

প্রথমেই বাংলাদেশে যাত্রী ও পণ্য পরিবহন চিত্রটির সাধারণ ও ছোট্ট বর্ণনা দেয়া যায়। আমাদের আকাশপথে কেবল যাত্রী পরিবহনের কাজটি হয়ে থাকে। তবে তা অত্যন্ত সীমিত আকারে। তাছাড়া এটি তুলনামূলকভাবে ব্যয়বহুল, সাধারণ মানুষের আয়ত্তে নয়। আমাদের নদীপথের মোট দূরত্ব বর্ষাকালে প্রায় ৬ হাজার কিলোমিটার এবং শুষ্ক মৌসুমে মাত্র ৪ হাজার কিলোমিটার। নদীপথ ব্যবহার করতে হলে ভৌগোলিক সুবিধা থাকা প্রয়োজন। সব অঞ্চলকে নদী ব্যবহারের আওতায় আনা যাবে না। তৃতীয় বিকল্পটি হল সড়কপথ। আমাদের দেশে ব্যবহার উপযোগী সড়কের দৈর্ঘ্য প্রায় ২১ হাজার কিলোমিটার। আমাদের যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কপথে যে চাপ রয়েছে, তা সইবার মতো ক্ষমতা সড়ক কাঠামোতে নেই। ফলে দিন দিন সড়কপথে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েই চলেছে। শেষ যে বিকল্পটি তা হল রেলপথ। আমাদের দেশে রেলের মোট দৈর্ঘ্য ২ হাজার ৯৫৫ কিলোমিটার। পরিবহন খরচ ও নিরাপত্তার কথা বিবেচনায় নেয়া হলে সবচেয়ে পছন্দের বিকল্পটি নিশ্চয়ই রেলপথই হবে। আর সেটি একটি আরামদায়ক ও স্বস্তিকর যাত্রাও বটে।

হাওরের জেলা সুনামগঞ্জ। পরিবহন সুবিধার অংশ হিসেবে রেলপথের উন্নয়ন এই জেলার মানুষের দীর্ঘদিনের দাবি। আর এ দাবির প্রেক্ষিতেই সুনামগঞ্জের মানুষের কথা চিন্তা করে জেলার মানুষের সুবিধার্তে রেললাইন সম্প্রসারণ কাজে হাত দেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান৷ মন্ত্রীর একান্ত প্রচেষ্টায় রেল যোগাযোগ থেকে বঞ্চিত সুনামগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি সুনামগঞ্জে রেললাইন স্থাপন প্রকল্পটি বাস্তবায়নে দিকে এগিয়ে চলছে। গোবিন্দগঞ্জ টু সুনামগঞ্জ রেললাইন স্থাপন প্রকল্পের নতুন এ্যালাইনমেন্টও হয়ে গেছে। সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ ও পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের হাত ধরে এ কাজ এখন অনেকটা গতিও পেয়েছে। এখন দেখা যাচ্ছে এই কাজ যেনো না হয় এর পিছনে বড় ষড়যন্ত্রও চলছে। কিচ্ছু স্বার্থান্বেষী মহল এই রেল লাইন যাতে না হয় এর পায়তারায় লিপ্ত হয়েছেন।

জানা যায়, গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ সড়কে পুরো জেলার প্রায় ২০ লক্ষ মানুষের যাতায়াত। এছাড়া গোবিন্দগঞ্জ হতে ধারণ বাজার, কৈতক, জাউয়া বাজার, বড়কপন, ডাবর, পাগলা বাজার, শান্তিগঞ্জ বাজার, দিরাই রাস্তা পয়েন্ট এগুলো প্রত্যেকটি জনপ্রিয়, সুপরিচিত এবং জনগণের পয়েন্ট। তাই এদিকে রেললাইন সম্প্রাসরিত হলে বরং জনগণ বেশি উপকৃত হবেন। তাছাড়া ছাতকের বিশাল বাজার জাউয়া বাজার, জগন্নাথপুর, দ: সুনামগঞ্জ, দিরাই- শাল্লা, জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর বিশ্বম্ভরপুর তাহিরপুর সহ জেলার সবগুলো উপজেলার জনগণ এর প্রকৃত সুফল ভোগ করতে পারবেন। তাই সুনামগঞ্জের সর্বসাধারণের দাবী গোবিন্দগঞ্জ- সুনামগঞ্জ রেললাইন স্থাপণ করা হোক।

এদিকে জনসাধারণের মতামত উপেক্ষা করে সুনামগঞ্জের পাঁচজন সংসদ যথাক্রমে মুহিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান মিসবাহ, মোয়াজ্জেম হোসেন রতন, জয়া সেন গুপ্তা ও শামিমা শাহরিয়ারন খানম রেলপথমন্ত্রী বরাবর একটি ডিও লেটার দিয়েছেন। এ নিয়ে জেলাব্যাপী তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা প্রকাশ করেছেন অনেকেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ