রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে ভারত?

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ২৯৪ বার

আন্তর্জাতিক ডেস্ক::
আসামের নাগরিকত্ব বিতর্ক নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। মোদি সরকার প্রায় ৪০ লাখ মানুষকে নাগরিকত্বের তালিকা থেকে বাদ দেয়ায় ক্ষোভে ফুসছে ওই এলাকায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার দল নাগরিকত্ব বঞ্চিতদের পক্ষে অবস্থান নিয়েছে। মোদি সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে তারা কর্মসূচিও ঘোষণা করেছে।

৪০ লাখ মানুষকে নাগরিকত্বের তালিকা থেকে বাদ দেয়ার মাধ্যমে বিজেপি সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা। সোমবার দিল্লির কনস্টিটিউশ ক্লাবে বিশপদের একটি অনুষ্ঠানে মমতা বলেন, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ওরা। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, খ্রিস্টান, মুসলিম, দলিত হলেই আলাদা করা হচ্ছে কেন?

এ সময় কেন্দ্রের এই আচরণ মেনে নেয়া হবে না মন্তব্য করে মমতা বলেন, কেন্দ্রের এই আচরণ একেবারেই সমর্থনযোগ্য নয়। বাংলায় এসব হতে দেব না। মঙ্গলবার দেশটির সংসদে অধিবেশন শুরুর আগে গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ করে তৃণমূল। তৃণমূলের প্রতিবাদে অংশ নিয়েছে অন্যান্য বিরোধী দল সমাজবাদী পার্টি ও আপ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ