স্টাফ রিপোর্টার, মোঃ আবু সঈদ:: গুনীজন সম্মাননা পুরস্কারে ভূষিত হলেন “হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ”(মানবাধিকার) এর কেন্দ্রীয় ও প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসাইন খান।সোমবার বিকাল ৫টায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিচালক একে মিলন আহমেদর পরিচালনায় জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতির অন্তরালে বইয়ের মোড়ক উম্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল হুদা মুকুট ও বিশেষ অতিথী সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ খান, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: সৈয়দ মোনাওয়ার আলী , জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, “হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ” এর কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসাইন খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, তাহিরপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অমল কর প্রমুখ। এ সময় অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বিভিন্ন ক্যাটাগরিতে জেলার গুণীজনদেরকে শ্রেষ্ট পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। উক্ত অনুষ্টানে প্রধান অতিথীসহ বিশেষ অতিথীবৃন্দের নিকট থেকে সম্মাননা স্মারক ক্রেস্টটি গ্রহণ করেন ” হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ” এর কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসাইন খান, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন সহ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিভাগীয় সদস্য মোঃ আবু সঈদ প্রমুখ।