বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

গালওয়ান উত্তেজনার মধ্যেই ডোকলামে চীনা সেনাদের আনাগোনা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৩৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   গালওয়ান সীমান্তে উত্তেজনার মধ্যেই ডোকলামে চীনা সেনাদের আনাগোনা শুরু হয়েছে বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়ছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গালওয়ান নিয়ে অশান্তির মধ্যেই ডোকলামে চীনা সেনাবাহিনী তৎপরতা শুরু হয়েছে।

ভুটান সেনার আউটপোস্টে অবস্থানকারী চীনা সেনারা ভূ-কৌশলগত বেশ কয়েকটি ছবিও তোলে। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।

এক সেনা কর্মকর্তা জানান, কৌশলগত কারণে ডোকলামে ভারতীয় সেনারাও টহল দেয়। ২০১৭ সালের জুনে ডোকলামে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রায় ৭২ দিন দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থানে ছিলেন।

লাদাখের গালওয়ান সীমান্তে সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে সম্পর্কে গুরুতর অবনতি ঘটেছে। প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দুই দেশ ক্রমেই যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে।

১৫ জুন মধ্যরাতে চীনা সেনাদের হামলায় ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই দেশই সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করছে।

লাদাখের আকাশে উড়তে শুরু করেছে যুদ্ধবিমান, হেলিকপ্টার। সীমান্তে ঘাঁটি গেড়ে বসেছে চীনের সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীও তোড়জোড় শুরু করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ