শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

গণহত্যা দিবসে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৪৭৩ বার

স্টাফ রিপোর্টার:: ২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ। সোমবার সন্ধ্যা ৬ টায় পৌরবিপনী জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদ মনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনার সভার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সহ- সভাপতি রইসুজ্জামান।

আলোচনা সভায় এছাড়াও বক্তব রাখেন, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক পাপ্পু সরকার, দপ্তর সম্পাদক এস এম সাইফুল ইসলাম, কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জয়, সাংস্কৃতিক সম্পাদক সাফিয়া খাতুন, শহর সংসদের সহ-সাধারণ সম্পাদক জজ মিয়া, ছাত্রনেতা সাজিদুর রহমান, ফয়সাল আহমদ,বায়জিদ, আহমদ অপু, মহিবুর রহমান, নুরুল আমিন প্রমূখ।

বক্তারা বলেন, আপারেশন সার্চলাইটের মাধ্যমে এদেশে যে বর্বরতম হতাকান্ড সংগঠিত করেছিল পাকিস্তানি বাহিনী পেতাত্মারা সেই ধারাবাহিকতা এখনও চলছে। রাস্তা-ঘাটে, ক্ষেতে খামারে, ঘরে বাহিরে বিচারবহির্ভূত নৃশংস হত্যাকান্ড ঘটেছে। ধর্ষণ শেষে হত্যা করা হচ্ছে। এই নরক্রীয়তা বন্ধ করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ