সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

খোঁজ মিলেছে চীনে অপহৃত ভারতীয় ৫ যুবকের

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৯ বার

অনলাইন ডেস্কঃ  অরুণাচল প্রদেশে থেকে নিখোঁজ পাঁচ ভারতীয় তরুণের সন্ধান মিলেছে বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

ওই পাঁচজন চীনে আছেন এবং তাদের ফেরানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

মঙ্গলবার রিজিজু বলেন, ‘ভারতীয় সেনা যে হটলাইন বার্তা পাঠিয়েছিল, তাতে সাড়া দিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তারা নিশ্চিত করেছে যে অরুণাচল প্রদেশের নিখোঁজ পাঁচ যুবকের সন্ধান পেয়েছে তাদের বাহিনী। আমাদের কর্তৃপক্ষের কাছে তাদের তুলে দেয়ার প্রক্রিয়া চলছে।’

গত শুক্রবার জঙ্গলে একসঙ্গে শিকারে গিয়ে অরুণাচল প্রদেশের ভারত-চীন সীমান্তে উচ্চ সুবানগিরি জেলা থেকে পাঁচ যুবক নিখোঁজ হয়েছিলেন। বাকি দু’জন ফিরে এসে জানান, পাঁচজনকে চীনারা সেনারা অপহরণ করেছে। এরপরই ভারতীয় সেনার পক্ষ থেকে হটলাইনে চীনের সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়।

এরইমধ্যে সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ে মুখপাত্র ঝাও লিজিয়ান মন্তব্য করেন, অরুণাচল প্রদেশকে চীন কখনও ভারতের অংশ বলে স্বীকৃতি দেয়নি। একইসঙ্গে তিনি বলেন, ‘আপনারা যে ঘটনার কথা বলছেন, সে বিষয়ে আমি জানি না।’

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের এমন মন্তব্যের পর পাঁচ যুবককে নিয়ে উদ্বেগ আরও বাড়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ