দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
খুলনায় নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।তার নাম আসমা নাসির (৪৩)।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত আসমা নাসির বাগেরহাটের মোংলা উপজেলার আরজ আলীর মেয়ে। তার স্বামীর নাম নাসির হাওলাদার। তাদের তিন মেয়ে ও দুটি ছেলে রয়েছে।
এদিকে নিহতের পরিবারের দাবি, আসমা নাসিরকে নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, নাসির ও আসমা দম্পতি সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১১ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।
দুপুরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের মানুষ এসে আসমা নাসিরের ঘর ভেতর থেকে আটকানো অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নিহতের ছোট ভাই সুমন শেখ দাবি করেন, ভগ্নিপতি নাসির হাওলাদার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আমার বোনকে হত্যা করেছেন। তাকেও হত্যার জন্য লোক ভাড়া করেছিলেন নাসির হাওলাদার। এখন বোনের হত্যাকে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করছেন।
নগরীর সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস জানান, পুলিশ ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে গলায় ওড়নার দাগ পাওয়া গেছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে হত্যার বিষয়ে বিস্তারিত বলা যাবে।