রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

খুলনায় চমৎকার নির্বাচন হয়েছে: ইসি সচিব

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৬৯৪ বার

অনলাইন ডেস্ক::
খুলনা সিটি করপোরেশনে চমৎকার নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন কমিশন মনে করছে খুলনা সিটি করপোরেশনে চমৎকার নির্বাচন হয়েছে। সেখানকার ২৮৯ কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রে বিভিন্ন অনিয়মের কারণে ভোট স্থগিত করা হয়েছে। বাকি ২৮৬টি কেন্দ্রে চমৎকার, সুন্দরভাবে, উৎসবের আমেজে ভোট হয়েছে। বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, একটি রাজনৈতিক দল অভিযোগ করতেই পারে। ইসি তলিয়ে দেখেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
‘অনেক ভোটার অভিযোগ করেছেন তাঁরা ভোটকেন্দ্রে গিয়ে দেখেন তাঁদের ভোট দেওয়া হয়েছে’—এমন অভিযোগের বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, এমন হতে পারে ওই ভোটার ওই কেন্দ্রের ভোটার নন বা তাঁর নাম ওই কেন্দ্রে নেই। তবে বিষয়টি তদন্তের পর বলা যাবে।
এই নির্বাচনের ফলে জাতীয় নির্বাচনের প্রতি মানুষের আস্থা বাড়বে কি না, এমন প্রশ্নে ইসি সচিব কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এটি একটি স্থানীয় সরকার নির্বাচন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ