রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

‘খুব দরকার ছিল এ জয়’

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৪৫ বার

স্পোর্টস ডেস্কঃ  
বাংলাদেশ দলের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা দরকার ছিল বলে মনে করেন ম্যাচসেরা মুশফিকুর রহিম
জয়!
অবশেষে টেস্ট জয়। হোক না প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তবু চার দিন তো মাঠে লড়তে হয়েছে। হোক না লড়াইটা তেমন জমজমাট ছিল না। তবু বলটা লালই ছিল আর নিংড়ে দিতে হয়েছে সামর্থ্যও। মিরপুর টেস্টে আজ জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ বিচারে এ জয় অনেকের কাছে হয়তো তেমন গুরুত্ব পাচ্ছে না। কিন্তু মুশফিকুর রহিম মনে করেন, দল হিসেবে এ জয়টা খুব দরকার ছিল বাংলাদেশের।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট জিতেছে ২০১৮ সালের ২ ডিসেম্বর। সময়ের হিসেবে দেড় বছরেরও বেশি সময় টেস্টে জয়খরায় ছিল বাংলাদেশ। গত বছর তো কেটেছে জয়খরায়। ২০১৯ সালে ৫ টেস্ট খেলে একটি ম্যাচও জেতেনি বাংলাদেশ। এ বছরও শুরু হয়েছে হার দিয়ে। গত ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস ব্যবধানে হারে মুমিনুল হকের দল। সব মিলিয়ে টানা ৬ টেস্টে দেখতে হয়েছে হার। এমন অবস্থায় দলের আত্মবিশ্বাস তলানিতে নেমে যাওয়ার কথা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে এ জয়টা নিশ্চিতভাবেই টনিকের কাজ করবে।
জয়ের পর ম্যাচসেরা মুশফিকের কথায় তেমন সুরই টের পাওয়া গেল, ‘দল হিসেবে এ জয়টা দরকার ছিল। ব্যাটিং সহায়ক উইকেটে বোলাররা দারুণ করেছে। কাউকে না কাউকে অনেক সময় ব্যাট করতে হতো। আমি ভাগ্যবান যে ডাবল সেঞ্চুরি পেয়েছি। তামিম ও শান্ত ভালো শুরু এনে দিয়েছে। লিটনও রান করেছে।’
দলের বেশির ভাগ খেলোয়াড় যে পারফর্ম করেছে তার রেশ ছিল মুশফিকের কথায়। অর্থাৎ এই পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগাতে কাজে লাগবে। অধিনায়ক মুমিনুলও সে কথাই বোঝালেন, ‘এ জয় থেকে সবাই আত্মবিশ্বাস পাবে। সবাই ভালো করেছে। দলের খেলায় আমি সন্তুষ্ট। আশা করি আমরা ওয়ানডে সিরিজও জিতব।’
১ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ